Wellcome to National Portal
Main Comtent Skiped

At a Glance

সড়ক বিভাগ, বাগেরহাট দপ্তরটি  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের অধীন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অর্ন্তভূক্ত সড়ক ও জনপথ অধিদপ্তরের  আওতায় জেলা পর্যায়ের ফিল্ড অফিস। এ দপ্তরের অধীন ২ টি সড়ক উপ-বিভাগ  রয়েছে।বাগেরহাট।বাগেরহাট সড়ক বিভাগের অধীন মোট ৪৪০.৭৭৬ কি.মি. মহাসড়ক রয়েছে যার মধ্যে 2টি জাতীয় মহাসড়ক (৬১.৫৩কিঃমিঃ) ও ৪টি আঞ্চলিক মহাসড়ক (১১৪.৪০৯কিঃমিঃ) ও ১৪টি জেলা মহাসড়ক (269.95 কি.মি.)  রয়েছে। এই বিশাল সড়ক নেটওয়ার্কে মোট 107 টি সেতু ও 304 টি কালভার্ট রয়েছে। এই সড়ক নেটওয়ার্ক বাগেরহাট জেলার অভ্যন্তরীণ যোগাযেগের পাশাপাশি  সারা দেশের সাথে বাগেরহাট জেলার  সড়ক যোগাযোগের ক্ষেত্রে মূখ্য ভূমিকা পালন করে আসছে।